১৮ জানুয়ারি, ২০২৪ ০১:৩৪

সিদ্ধিরগঞ্জে পথচারী নিয়ে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ সেই সেতু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 সিদ্ধিরগঞ্জে পথচারী নিয়ে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ সেই সেতু

সিদ্ধিরগঞ্জে পথচারী নিয়ে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ সেতু। সংগৃহীত ছবি

আবারও ভেঙে পড়ল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিল কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ওপর নির্মিত কাঠের ঝুঁকিপূর্ণ সেতুটি।

বুধবার রাত সাড়ে ৯টায় পথচারী পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে।

জানা গেছে, এর আগে আরও একবার এ সেতুটি ভেঙে পড়েছিল। তখন তাৎক্ষণিক ওই ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগে তা কাঠ দিয়ে মেরামত করা হয়। তবে, সংস্কার হলেও সেটি সুবিধাজনক হয়নি। ফলে মানুষজন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হয়ে এলেও বুধবার খালের ওপর ভেঙে পড়ে।তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পরওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেতুটি ভেঙে পড়া অবস্থায় ৩-৪ জন পথচারী পারাপার হচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়ে যায়।

নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, অতি দ্রুত এটি সিটি করপোরেশন কর্তৃক সংস্কার করা হবে। এর আগে আমি নিজ অর্থায়ানে সংস্কার করে দিয়েছিলাম।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর