২২ জানুয়ারি, ২০২৪ ১৬:১৯

আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ভুক্তভোগীর বাড়ি

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার ভোর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশিচিন্তপুর এলাকার মান্নান মোল্ল্যার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ওই বাড়ির সদস্যরা জানায়, ভোর রাতে দোতলা ডুপ্লেক্স বাড়ির জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে বাড়ির সবাইকে রুমে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন। এসময় তারা বাড়ির আলমারি ভেঙে নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। পরে সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গত এক মাসে ৪টি ডাকাতি হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর