২০ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:২৪

ডিএনসিসির অঞ্চল-৪ কার্যালয়ে অভিযান দুদকের

অনলাইন ডেস্ক

ডিএনসিসির অঞ্চল-৪ কার্যালয়ে অভিযান দুদকের

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৪ (মিরপুর) কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন ট্রেড লাইসেন্স দেওয়া এবং ট্রেড লাইসেন্স নবায়নে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, ডিএনসিসি অঞ্চল-৪ (মিরপুর) কার্যালয়ে অভিযানে এনফোর্সমেন্ট টিম লাইসেন্স শাখায় সেবাগ্রহীতার ছদ্মবেশে অবস্থান নিলে দালালের উপস্থিতি লক্ষ্য করে। দুজন ব্যক্তিকে দালাল হিসেবে সন্দেহ হলে এনফোর্সমেন্ট টিমের জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর