বরিশাল নগরীর রসুলপুর কলোনিতে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে কলোনির শিশুরা কলাগাছ, ইট, কাঠ দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ৩০টি শহিদ মিনার নির্মাণ করে।
এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি বিজন সিকদার। বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাফিয়া বেগম, মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার ও স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান।
দিনব্যাপী আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কলোনির শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কলোনির শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিডি প্রতিদিন/এএ