১ মার্চ, ২০২৪ ১৬:৪৬

পুড়ে অঙ্গার প্রকৌশলী মিনহাজকে হাতঘড়ি দেখে চিনল পরিবার

অনলাইন ডেস্ক

পুড়ে অঙ্গার প্রকৌশলী মিনহাজকে হাতঘড়ি দেখে চিনল পরিবার

ঢাকা মেডিকেলে সফটওয়্যার প্রকৌশলী মিনহাজ উদ্দিনের পরিবারের সদস্যদের আহাজারি

রাজধানীর বেইলি রোডে সাত তলা ভবনে লাগা আগুনে পুড়ে অঙ্গার হওয়া মিনহাজ উদ্দিনকে চেনা যাচ্ছিল না। মরদেহে থাকা হাতঘড়ি দেখে স্বজনরা তাকে চিনতে পেরেছেন।

মিনহাজ উদ্দিন রাজধানীতে একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের কর্মস্থল থেকে বের হন তিনি। তবে অনেক রাত পর্যন্ত বাসায় ফেরেননি তিনি। এতে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। পরে এক বন্ধুর কাছ থেকে তারা জানতে পারেন, বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় গিয়েছিলেন মিনহাজ উদ্দিন।

আর আজ শুক্রবার সকালে মিনহাজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে শনাক্ত করে পরিবার।

লাশ ঘরের সামনে দাঁড়িয়ে মিনহাজের বড় ভাই আমিনুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে জানান, তার মা-বাবা চাঁদপুরে গ্রামের বাড়িতে থাকেন। তিন ভাইয়ের মধ্যে মিনহাজ সবার ছোট ছিল।

অবিবাহিত মিনহাজ তার বড় ভাইয়ের পরিবারের সঙ্গে রাজধানীর বাসাবোতে থাকতেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর