৪ মার্চ, ২০২৪ ১৬:২৩

ঢাকা মেডিকেলে দালাল ধরতে র‌্যাবের অভিযান, আটক ৬৫

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেলে দালাল ধরতে র‌্যাবের অভিযান, আটক ৬৫

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতে র‌্যাব-৩ এর তত্ত্বাবধানে অভিযান চালানো হয়েছে। অভিযানে দালাল সন্দেহে ৬৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অভিযানের বিষয়ে তিনি অবগত।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দুইদিন ধরে পর্যবেক্ষণের পর আজ সকাল থেকে অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে ৬৫ জনকে আটক করা হয়। তারা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে যেতেন, প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। এমন কয়েকজনকেও আটক করা হয়েছে, যাদের কাছে কোনো পরিচয়পত্র এবং হাসপাতালে কেন এসেছেন এমন প্রশ্নের উত্তর মেলেনি।

র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট ৬৫ জন দালালকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর