৫ মার্চ, ২০২৪ ২২:০৫

কাপাসিয়ায় মাটি কেটে বিক্রির দায়ে জরিমানা

গাজীপুর প্রতিনিধি

কাপাসিয়ায় মাটি কেটে বিক্রির দায়ে জরিমানা
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীর (শীতলক্ষ্যা) তীরবর্তী মাটি কেটে বিক্রি করার দায়ে আরিফ খান নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নদীর তীরবর্তী সরকারি খাস জায়গা থেকে মাটি উত্তোলন ও বিপণনের দায়ে ওই গ্রামের আরিফ খানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরিফ খান ওই গ্রামের শামসুদ্দিনের ছেলে।
 
জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি প্রভাবশালী চক্র সরকারি খাস জমি থেকে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কাপাসিয়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
 
বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর