১০ মার্চ, ২০২৪ ২০:৩২

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ দালাল জেলে

নিজস্ব প্রতিবেদক

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ দালাল জেলে

বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-১ এ (মিরপুর) দিনভর অভিযান পরিচালনা করে ৯ দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাতজনকে ২ মাস করে এবং দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কারাদণ্ডের আদেশ দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আল আমিন (২৬), মনির হোসেন (৫০), মো. বাদশা (২০), বুলবুল আহমেদ (২৬), মো. জামাল (২৮), মো. রাসেল (১৮) ও মো. টিপু সুলতান (২৮)। এ ছাড়া তানজিল চৌধুরী (৫৩) ও মো. আরিফুল ইসলামকে (২৩) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-১ এর উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, কয়েকদিন ধরেই দালালদের দৌরাত্ম্য’র অভিযোগ পাওয়া যাচ্ছিল। তাই সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে রবিবার সকাল থেকে অভিযান শুরু করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনাকালে কার্যালয়ের প্রবেশ পথ, ব্যাংক বুথসহ কয়েকটি স্থান থেকে ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের পরিচয় নিশ্চিত হয়ে ৯ জন দালালি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে অপরাধের মাত্রা অনুযায়ী তাদের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর