১৯ মার্চ, ২০২৪ ২৩:৩৯

উত্তরা পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের দণ্ড

অনলাইন ডেস্ক

উত্তরা পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের দণ্ড

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দালালচক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এসময় দালালচক্রের সদস্য ফিরোজ আলম স্বপন, মো. মোতালেব হোসেন  জিয়াদ রহমান আয়স ও ফিরোজ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মিনহাজ হোসেন শান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মো. স্বপন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর