নগরে ছন্দময় পথচলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম বাস র্যাপিট ট্রান্সজিট প্রকল্প। এই প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা এবং স্থানীয় বাসিন্দাদের চাহিদা বাস্তবায়ন নিয়ে এক গণ শুনানি ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
যানজট নিরসনে গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা এবং স্থানীয় বাসিন্দাদের চাহিদা বাস্তবায়ন নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প সমন্বয়ক এ কে এম শামীম আক্তার। ঢাকা বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটি প্রকল্পের পরিচালক (সড়ক) এ এস এম ইলিয়াস শাহ, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মো: আলমগীর হোসেন সহ বিআরটি প্রকল্পের শীর্ষ কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, জনপ্রতিনিধি, বিআরটি প্রকল্পের বিভিন্ন অংশীজন, শিক্ষাবিদ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।গণশুনানিতে আয়োজকরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে চালু হচ্ছে বিআরটি প্রকল্প। এতে ২৫টি স্টেশনের মাধ্যমে যাত্রীরা ৩০-৪০ মিনিটে বিমান বন্দরে যেতে পারবেন। বিআরটি লেনে কোন সিগন্যাল বা ক্রসিং থাকবে না।
গণশুনানি ও সভাকে কেন্দ্র বিভিন্ন পক্ষের মধ্যে মতবিনিময় হয়। এসময় বিআরটি পকল্পের এয়ারপোর্ট-গাজীপুর অংশ নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। বিআরটি প্রজেক্টকে কিভাবে যুগোপযোগী ও জনবান্ধন করা যায় সে বিষয়ে পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন