৫ এপ্রিল, ২০২৪ ১৯:০০

রংপুরে শেষ মুহূর্তে ঈদ বাজারের কেনাকাটা জমজমাট

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে শেষ মুহূর্তে ঈদ বাজারের কেনাকাটা জমজমাট

দেখতে দেখতে রমজান মাস শেষ হতে চলেছে। ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। উচ্চ বিত্ত, মধ্য বিত্ত, নিম্নবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যার যার সাধ্যমত কেনাকাটা করছেন। ফলে ঈদ বাজার জমজমাট। বড় বড় বিপণী বিতান ও শোরুমের পাশাপাশি ফুটপাতের দোকানদাগুলোতে কেনাকাটায় ভিড় দেখা গছে। 

ফুটপাতের দোকানগুলোতে সাধারণত রিক্সা চালক, দিন মজুরসহ বিভিন্ন পেশার মানুষের ভিড়ই বেশি। শহরের সালেক মার্কেট, স্টেশন মার্কেট, জামাল মার্কেট, হনুমানতলা মার্কেটগুলোতে মধ্যবিত্ত আয়ের মানুষের সংখ্যাই বেশি। জেলা পরিষদ সুপার মার্কেট,  জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স,  গোল্ডেন টাওয়ার বিপণী বিতান, রজনীগন্ধা, শাহ আমানত, কারুপণ্য, সিটি প্লাজা, মতি প্লাজাসহ বড় বড় বিপনীবিতানগুলোতে উচ্চ আয়ের মানুষ কেনাকাটার জন্য ভিড় করছে। এছাড়া নগরীতে কয়েকটি মেগা শপিংমল গভীর রাত পর্যন্ত খোলা থাকছে।  বিভিন্ন বিপনীবিতান ঘুরে দেখা গেছে শিশুদের পোশাকের চাহিদা সব চেয়ে বেশি। 

তবে পাইকারি দোকানগুলো যাকাত কিংবা দানের শড়ি-লুঙ্গিও বিক্রি হচ্ছে। যার যার সামর্থ অনুযায়ী নতুন পোশাক ক্রয় করছে। বড় বড় বিপনী বিতানগুলোতে বাছাই করা কাপড় শো-রুমে শোভা পাচ্ছে। সামর্থবানরা সব চেয়ে সুন্দর ডিজাইনের জামা-কাপড় ক্রয় করার চেষ্টা করছে তাদের প্রিয়জনের জন্য। এদিকে জুতা-সেন্ডেলের দোকালগুলোতে ভিড় ছিল সমানতালে। 

জিএলরায় রোডের কাপড় ব্যবসায়ী সামছুল হুদা বলেন, ঈদকে সামনে রেখে বেচা-বিক্রি ভালই হচ্ছে। 

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি  রেজাউল ইসলাম মিলন জানান,  গত বছরের চেয়ে এবার ভালো ব্যবসা হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর