৫ এপ্রিল, ২০২৪ ২৩:৫৯

অগ্নিনির্বাপক যন্ত্রের সাথে ব্যবহারবিধি দৃশ্যমান রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক

অগ্নিনির্বাপক যন্ত্রের সাথে ব্যবহারবিধি দৃশ্যমান রাখার নির্দেশ

ফাইল ছবি

অগ্নিনির্বাপক যন্ত্রের সাথে ব্যবহারবিধি নগরভবনে দৃশ্যমান রাখতে নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পাশাপাশি অগ্নিঝুঁকি কমাতে নগরভবনের সার্বিক নিরাপত্তার স্বার্থে নিচতলায় ডুপ্লিকেট চাবি বক্স স্থাপন করবে ডিএনসিসি।

শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনসূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে বিষয়গুলো নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, অফিস আদেশে বলা হয়েছে ডিএনসিসির নগর ভবনে স্থাপিত অগ্নিনির্বাপক যন্ত্রের সাথে ব্যবহারবিধি দৃশ্যমান রাখতে হবে। কেন্দ্রীয় নিরাপত্তা শাখায় ডুপ্লিকেট চাবি বক্স স্থাপন করতে হবে। চাবি ইন আউট রেজিস্টারের মাধ্যমে প্রত্যেক বিভাগের চাবি উত্তোলন ও জমা রাখার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর