৭ এপ্রিল, ২০২৪ ০১:৫০

খাদ্যসামগ্রী ও শাড়ি উপহার দিলেন ড. আওলাদ হোসেন

অনলাইন ডেস্ক

খাদ্যসামগ্রী ও শাড়ি উপহার দিলেন ড. আওলাদ হোসেন

নিজ নির্বাচনী এলাকা  ঢাকা-৪ আসনের কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডসহ শ্যামপুর কদমতলীর বিভিন্ন এলাকার হাজারো মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শাড়ি উপহার দিয়েছেন ঢাকা-৪ আসনের এমপি ড. আওলাদ হোসেন। শনিবার বিকালে জুরাইনে নিজ বাসভবনে তিনি এলাকাবাসীর হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। এই সময় তার সঙ্গে ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. নাসিম মিয়া, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  অ্যাডভোকেট ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা  শহীদ মোহাম্মদ হেমি ও যুবলীগ নেতা আলমগীর হোসেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত শাড়ি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে  ঈদ উপহার হিসেবে প্রদান করেন বলে সাংবাদিকদের জানান আওলাদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যেমন সুষম উন্নয়ন অব্যাহত রেখেছেন, ঠিক তেমনি পবিত্র ঈদুল ফিতরের সময় যেন দেশের কোনো মানুষের সামান্য কষ্ট না হয় সেই জন্য সরকারের পক্ষ থেকে সারাদেশে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য সামগ্রী  উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর হাজার হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া খাদ্য সামগ্রী আমি পৌঁছে দিচ্ছি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর