১১ এপ্রিল, ২০২৪ ২২:৩৯

ঈদের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নজর দেবে ডিএনসিসি

অনলাইন ডেস্ক

ঈদের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নজর দেবে ডিএনসিসি

প্রতীকী ছবি

ঈদের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নজর দিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম পদক্ষেপ হিসেবে ঈদের পর থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে জনগণকে সচেতন করতে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসেন এই বিষয়ে বলেন, ঈদের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে জনগণকে সচেতন করতে ক্যাম্পেইন শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থী সবাইকে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা করা হবে। পাশাপাশি চেতনতামূলক র‍্যালি হবে প্রতিটি ওয়ার্ডে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর