২৫ এপ্রিল, ২০২৪ ২২:১৯

তীব্র দাবদাহে বৃষ্টি চেয়ে রাজশাহীতে মুসল্লিদের কান্না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তীব্র দাবদাহে বৃষ্টি চেয়ে রাজশাহীতে মুসল্লিদের কান্না

তীব্র দাবদাহে বৃষ্টি চেয়ে রাজশাহীতে ইসতিসকার নামাজে অঝোরে কাঁদলেন মুসল্লিরা। নামাজ শেষে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। 

বৃহস্পতিবার নগরীর তেরোখাদিয়ায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ আদায় করা হয়।

মাওলানা আবুল কাশেম ফারুকীর ইমামতিতে এই নামাজে অংশ নেন বিভিন্ন এলাকার শত শত মুসল্লি। নামাজ শেষে আরবিতে খুতবা পাঠ করা হয় এবং তীব্র দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির প্রার্থনা করা হয়। 

মোনাজাত শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। ফলে আমরাও আল্লাহর কাছে সকল পাপের জন্য তওবা করে দুই রাকাত নামাজ আদায় করার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর