৩ মে, ২০২৪ ২১:১৮

জাতীয়করণসহ ২ দাবি গ্রাম পুলিশের

অনলাইন ডেস্ক

জাতীয়করণসহ ২ দাবি গ্রাম পুলিশের

চাকরি জাতীয়করণসহ দুই দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাম পুলিশের সদস্যরা। শুক্রবার বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির ব্যানারে পঞ্চম দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের।

এর আগে গত সোমবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

তাদের দুই দফা দাবি হলো অন্যান্য বাহিনীর সদস্যদের ন্যায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণ এবং গ্রাম পুলিশ সদস্যদের সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত না করা।

বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. লাল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী, প্রচার সম্পাদক পিলটন সরকার, সদস্য মো. তরিকুল ইসলাম, মো. সুমন শেখ, আমির হোসেন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর