৪ মে, ২০২৪ ১৭:১৮

জুরাইনে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

জুরাইনে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনের একটি বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রিতিকা রাজধানীর আজিমপুর গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কদমতলীর পূর্ব জুরাইন ঋষিপাড়ায় পরিবারের সঙ্গে নিজ বাসায় থাকতেন তিনি।

কদমতলী থানার উপ-রিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব জুরাইন ঋষিপাড়ার একটি বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবারের মাধ্যমে জানতে পারি আনিতা সুলতানা রাজধানীর আজিমপুর গার্লস কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৭ থেকে ১৮ দিন আগে তার বাবার মৃত্যুর শোক সইতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর