১০ মে, ২০২৪ ১৮:১৪

ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের দোয়া

নিজস্ব প্রতিবেদক

ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের দোয়া

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ আছর রাজধানী তেজগাঁও শাহপন্থী শাহ মাজার মসজিদ মাদ্রাসায় কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন’র স্মার্ট প্যানেল এর চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী ও মহাসচিব প্রশাসন সফিকুল বাহার মজুমদার টিপুর পক্ষে এ আয়োজনে ঢাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা যোগ দেন। 

কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, আনোয়ার হোসেন ভূঁইয়া, আবদুল করিম সরকার, মো. শাহাবুদ্দিন, জামাল খান  ড. শহীদুল ইসলাম প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব আমির হোসেন। 

এ সময় সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ আছে থাকবে। ওয়াজেদ সাহেব একজন ভালো মানুষ ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর