১১ মে, ২০২৪ ১৬:০৮

পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ অবরোধ ৩৫ প্রত্যাশীদের

অনলাইন ডেস্ক

পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ অবরোধ ৩৫ প্রত্যাশীদের

পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ অবরোধ ৩৫ প্রত্যাশীদের

পুলিশি বাধা অতিক্রম করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে বিকাল পৌনে ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়।

এর আগে দুপুর ১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ’ এর ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়।

পরিষদের সমন্বয়ক শরিফুল ইসলাম শুভ বলেন, আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই। অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চাই। তারই ধারাবাহিকতায় গত বছরের ৩০ আগস্ট থেকে লাগাতার কর্মসূচি পালন করছি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর