২২ মে, ২০২৪ ১৬:৪৭

খুলনা নগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়ন কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়ন কাজ শুরু

সড়কে যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনের জন্য খুলনা নগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। 

বুধবার সকালে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর পিটিআই মোড় থেকে ময়লাপোতা পর্যন্ত বিভিন্ন মোড়ে আধুনিকায়ন কাজে ডিজাইন ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। 

কেসিসি’র ‘গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ১১ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ মোড়সমূহের আধুনিকায়ন কাজ বাস্তবায়ন করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্কিটেক্ট ডিসিপ্লিনের একটি টীম ২২টি মোড় আধুনিকায়নের পূর্ণাঙ্গ ডিজাইন সম্পন্ন করেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পারভেজ ট্রেডিং ও স্পেস কন্সট্রাকশন যৌথভাবে কাজটি বাস্তবায়ন করবে। কর্মকর্তারা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে সড়কে যানজট যাত্রী ভোগান্তি কমবে। সেই সাথে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর