শিরোনাম
২৮ মে, ২০২৪ ২২:৪৬

‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মায়ের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মায়ের ইন্তেকাল

শামীম পারভীন। ফাইল ছবি

চ্যানেল আই’র ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীন (৮০) মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

১৯৪৭ সালের পয়লা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শামীম পারভীন। তার স্বামী এ কে এম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভীন। তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামীম পারভীনের বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তানরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর