১০ জুন, ২০২৪ ২০:৩০

ঈদ সামনে রেখে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

অনলাইন ডেস্ক

ঈদ সামনে রেখে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

ঈদকে সামনে রেখে ডিএসসিসির বহরে যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন আরও ১০টি পে-লোডার। যার ফলে করপোরেশনের ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত যান-যন্ত্রপাতির সক্ষমতা আরও বৃদ্ধি পেল বলে দাবি করছে সংস্থাটি।

আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন ক্রয়কৃত এসব পে-লোডার হস্তান্তর করা হয়। র‌্যাংগস মোটরস লিমিটেডের সিইও আহমেদ শাহরিয়ার আনওয়ার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এসব পে-লোডারের চাবি হস্তান্তর করেন।

ঈদুল আজহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে পে-লোডার ১০টি ক্রয় করে।

চাবি হস্তান্তরের পর মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঘুরে ঘুরে পে-লোডারগুলো পর্যবেক্ষণ করেন। এসময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন পে-লোডার ক্রয়ের ফলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন সঞ্চারিত হওয়ার পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রমও ত্বরান্বিত হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নতুন ক্রয়কৃত এসব পে-লোডার জোরালো ভূমিকা রাখবে। এছাড়াও নতুন পে-লোডার ক্রয়ের মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতাও বৃদ্ধি পাবে।

চুক্তি অনুযায়ী, নতুন ক্রয়কৃত পে-লোডারের জন্য দুই বছরের ওয়ারেন্টি প্রদান করা হবে। এছাড়াও এসব পে-লোডার পরিচালনায় নিয়োজিত চালকদের বিক্রয়কারী প্রতিষ্ঠান র‌্যাংগস মোটরস লিমিটেড কর্তৃক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যা আজ (সোমবার) হতেই শুরু হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর