১৩ জুন, ২০২৪ ১২:০৮

ওয়াশ খাতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ২২ শতাংশ : হোসেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ওয়াশ খাতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ২২ শতাংশ : হোসেন জিল্লুর রহমান

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, বাজেটে সুনির্দিষ্ট খাতভিত্তিক বরাদ্দগুলোর ওপরই মানুষের জীবনমান নির্ভর করে। তবে ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ওয়াশ খাতে মূল বাজেটের তুলনায় বরাদ্দ কমানো হয় ১৮ শতাংশ। তাছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এখাতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ২২ শতাংশ। যা কোনোভাবেই কাম্য নয়।

২০২৪-২০২৫ সালের প্রস্তাবিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। হোসেন জিল্লুর রহমান বলেছেন, সুপেয় ও নিরাপদ পানি কত সংখ্যক মানুষ পাচ্ছে, স্যানিটেশনে আমরা কতদূর এগুলাম। শুধু পাকা পায়খানার ব্যবস্থা করলে হবে না। মানববর্জ্য নদীতে গিয়ে পড়ছে কিনা, সেটার সঠিক ব্যবস্থাপনা হচ্ছে কিনা- এসব বিষয়ও এখন অধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে। এবারের বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ কমানো হয়েছে আগের বছরের তুলনায় ১৮ শতাংশ। অথচ এ সময়ে ওয়াশ খাতের প্রয়োজনীয়তা বেড়েছে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর