১৮ জুন, ২০২৪ ০৪:৪১

সব ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসির

অনলাইন ডেস্ক

সব ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসির

৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করার দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। 

সোমবার দিবাগত রাতে ঢাকা দক্ষিণ সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সোমবার রাত সোয়া ১২টায় ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে কোরবানি দেওয়া সব পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হলো। 

এ ছাড়া সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ৬টি হাট হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।  

এর আগে ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের দাবি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর