১৮ জুন, ২০২৪ ১৪:১৩

সকাল থেকে শুরু হয়েছে মেট্রোরেল চলাচল, যাত্রীর চাপ কম

অনলাইন ডেস্ক

সকাল থেকে শুরু হয়েছে মেট্রোরেল চলাচল, যাত্রীর চাপ কম

ঈদের দিন বন্ধ থাকলেও আজ সকাল থেকে শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্য যাত্রা শুরু করে মেট্রোরেল।

তবে সকালে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি, বৈরী আবহাওয়াসহ নানা কারণে মেট্রোরেলে যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সকালে পল্লবী, আগারগাঁও, বিজয় স্মরণী, ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনগুলোতে তেমন যাত্রী নেই। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অবসর সময় পার করছেন।

আগারগাঁও স্টেশনে দায়িত্বরত আনসার সদস্য জিয়াউর রহমান বলেন, সকালে যাত্রীর চাপ কম। অন্য সময় সকালে যাত্রীর অনেক চাপ থাকে। তবে আজ দুপুরের পর যাত্রীর চাপ বাড়তে পারে।

আগারগাঁ স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ট্রেনে ওঠা এক যাত্রী বলেন, সায়েদাবাদ যাবো। দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে বাস ধরতে হবে। মতিঝিল থেকে সায়েদাবাদ গিয়ে বাসে উঠবো। রাস্তায় বাস একেবারেই কম। দ্রুত পৌঁছাতে মেট্রোতে উঠলাম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর