২৮ জুন, ২০২৪ ০০:১৬

আওয়ামী লীগ নেতা বাবুলের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগ নেতা বাবুলের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি ওবায়দুল কাদেরের

আশরাফুল ইসলাম বাবুল

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার পাঠানো এক শোক বার্তায় বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

গত ২২ জুন বাঘায় মানববন্ধনে হামলা চালানোর অভিযোগ উঠেছে পৌর মেয়র আক্কাস আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে। এসময় কুপিয়ে জখম করা হয় আশরাফুল ইসলাম বাবুলকে। পরে বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর