২৮ জুন, ২০২৪ ১২:০৬

খিলক্ষেতে পিকআপ উল্টে যুবক নিহত

অনলাইন ডেস্ক

খিলক্ষেতে পিকআপ উল্টে যুবক নিহত

রাজধানীর খিলক্ষেত বিশ্ব রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে আলফাজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলফাজ ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রাজধানীর মিরপুরে থাকতেন তিনি।  

দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর