শিরোনাম
২৮ জুন, ২০২৪ ২১:০৪

ট্রেনের দরজায় বসে দুই পা কাটা পড়ল যুবকের

অনলাইন ডেস্ক

ট্রেনের দরজায় বসে দুই পা কাটা পড়ল যুবকের

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী জংশন স্টেশনে ট্রেনের দরজায় পা ঝুলে বসা এক যুবকের দুই পা কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে টঙ্গী জংশন স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আব্দুর রহিম (৩৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়।

টঙ্গী জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ ছোটন শার্মা গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেন শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশনের ১নং লাইনে যাত্রা বিরতির করে। এ সময় ট্রেনের কোচের প্রবেশমুখে পা ঝুলিয়ে বসেছিল ওই ট্রেনের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আব্দুর রহিম। এ সময় ট্রেনটি ১নং লাইনে প্রবেশের সময় তার পা স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে লেগে যায়। এতে তার দুটি পা গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সহযোগিতায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ট্রেনের ওই যাত্রীকে দুই পা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন দায়িত্বরত চিকিৎসক নুসরাত জাহান এ্যানী তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। বর্তমানে ওই যাত্রী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর