শিরোনাম
২৮ জুন, ২০২৪ ২১:১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিকশাচালকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিকশাচালকদের বিক্ষোভ

ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকরা। শুক্রবার বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। 

মিছিলে বিক্ষোভকারীরা ‘গরিব মারার বাজেট মানি না মানব না’, ‘দুর্নীতিবাজদের বিচার কর করতে হবে’, ‘সিন্ডিকেট ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ও ‘দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, কমাতে হবে’ বলে স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। আমরা গরীব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দুর্নীতি দূর করতে হবে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর