শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২০:৫৯

রাজধানীতে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর মুরাদপুর নিজ বাড়িতে চাঁন মিয়া (৬২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের স্ত্রী স্বাধীন আক্তার বলেন, তার স্বামী আগে সৌদি আরবে থাকতেন। দুই বছর আগে দেশে আসে।

সৌদিতে থাকাকালীন সে সময় তার মা তার ভাই বোনদের কে জমি লিখে দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তার ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত মোবাইলে ঝগড়া চলছিল। দুপুরে আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম সে সময় সবার অগোচরে শয়নকক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রীর দাবি তার স্বামীর ভাইবোনদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধে অভিমানে আত্মহত্যা করতে পারে।

মৃত চান মিয়া পটুয়াখালী জেলায় তার বাবার নাম মৃত রিয়াজ উদ্দিন মৃধা। বর্তমানে মুরাদপুর জিরো পয়েন্ট এলাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে তিন মেয়ের জনক ছিলেন তিনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর