শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২২:৩০

রাজধানীতে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার সাত

অনলাইন ডেস্ক

রাজধানীতে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার সাত

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতের নিকটবর্তী বনরূপা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নববধূকে নিয়ে তার স্বামী খিলক্ষেতের এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলেন। পথে ছয়-সাত যুবক তাদের পথরোধ করে বনরূপা এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই নববধূকে ধর্ষণ করে তারা। কৌশলে সেখান থেকে ছাড়া পেয়ে ঘটনাটি পুলিশকে জানান ওই নববধূর স্বামী।

এ ঘটনায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে আবুল কাশেম সুমন নামে একজন ওই নববধূর সাবেক প্রেমিক বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, নববধূর ওপর ক্ষোভ থেকে টার্গেট করে সহযোগীদের নিয়ে আবুল কাশেম সুমন এ ঘটনা ঘটান।

পুলিশের গুলশান বিভাগের ডিসি রিফাত রহমান শামীম বলেন, ‘শুক্রবার রাতে ঘটনাটি জানানোর পরপরই অভিযান শুরু হয়। গ্রেফতাররা দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জড়িত একজন ওই নববধূর পূর্বপরিচিত।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর