৩০ জুন, ২০২৪ ১৫:২৯
ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন

সভাপতি সফিউল আলম, সম্পাদক আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

সভাপতি সফিউল আলম, সম্পাদক আতিকুর রহমান

সফিউল আলম স্বপন, জি এম আতিকুর রহমান ও শরীফ হোসেন পাটোয়ারী

রাজধানী ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সমিতির ৩০তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকার মালিবাগ সমিতির নিজস্ব কার্যালয় চাঁদপুর ভবনে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সর্ব সম্মতিক্রমে কমিটিতে মো. সফিউল আলম স্বপনকে পুনরায় সভাপতি এবং আলহাজ্ব জি.এম. আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মো. শরীফ হোসেন পাটোয়ারীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল কাদের হাওলাদার, আশরাফ উদ্দিন পাটোয়ারী দুলাল, মিসেস মনজুমা হোসেন, মো. ইফতেখাইরুল হক, যুগ্ম- সাধারণ সম্পাদক পীরজাদা শাহ মুহাম্মদ কুদ্দুস, বিল্লাল হোসেন সাগর, এসএম মতিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহ আলম, সহ-প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. তাজুল ইসলাম মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল এহছান নেয়ামত, আইন বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাইহিদ মজুমদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী শামছুল হক ভূঁইয়া, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াহিয়া সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম হেদায়েত উল্যাহ মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল আহাদ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন জাহান চৌধুরী শেফালী, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, লায়ন বেনজীর আহমেদ, বাবু নির্মল গোস্বামী, মো. নাজমুল আহসান, রুহুল পাটোয়ারী, ব্যারিস্টার জুয়েল সরকার, মো. মনোয়ার হোসেন শেখ, খোরশেদ আলম খুশু, এ্যাড. ছিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান জাহাঙ্গীর, ড. লোকমান হোসেন, মো. মফিজুর রহমান খাঁন বাবু, মো. ফিরোজ শাহ মুনির, হেলাল উদ্দিন মিয়াজী, মো. ফয়েজ আহমেদ স্বপন, মো. হান্নান মিয়া, শাহ মুহাম্মদ এমরান, মো. মিজানুর রহমান রনি ও মো. সামসুল আলম সরকার স্বপন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর