৩০ জুন, ২০২৪ ১৬:২৬

তেজগাঁওয়ে ফুটপাত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

তেজগাঁওয়ে ফুটপাত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ফুটপাত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি নির্মাণাধীন ডিপিডিসি ভবনের বাউন্ডারির কাছের ফুটপাত থেকে দেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক শিশুটির পরিচয় জানা না গেলেও কন্যা শিশুটির বয়স পাঁচ থেকে ছয় হবে বলে ধারণা করছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিম ইয়াসমিন।

তিনি জানান, রবিবার (৩০ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, শনিবার (২৯জুন) দিবাগত রাত থেকে রবিবার (৩০জুন) সকালের মধ্যে কে বা কারা কৌশলে শিশুটির মরদেহ ওই স্থানে রেখে যায়। তবে কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে ময়নাতদন্তের পর জানা যাবে।

সুরতহাল প্রতিবেদন উল্লেখ করে তিনি জানান, শিশুটির মৃত্যুর পূর্বে, যৌন নিপীড়ন বা ধর্ষণ করা হয়েছিল কিনা, বিষাক্ত কিছু সেবন করা হয়েছিল কিনা, এছাড়াও ডিএনএ প্রোফাইলিংয়ের আলামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢামেক ফরেনসিক বিভাগের কাছে আবেদন করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর