৪ জুলাই, ২০২৪ ১৬:২৯

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনর্বিবেচনা করা দরকার : পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনর্বিবেচনা করা দরকার : পরিবেশমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‌‘এটি পুনর্বিবেচনা করা দরকার।’

তিনি বলেন, ‘এটি ২০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ১০০ টাকা করা ঠিক হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নবিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি একলাফে ২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আপনার অভিমত কী?

জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘এটি পুনর্বিবেচনা করা দরকার। এখানে রাজস্ব আদায়ের একটি বিষয় আছে। অর্থ মন্ত্রণালয় আমাদের টার্গেট দিয়ে থাকে। সেজন্য বাড়ানো হয়েছে। তবে আমরা এটা দেখব।’

‘বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ ভালো না। এ নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে।’, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে, আমরা দেখব।’

বিডি প্রতিদিন/জুনাইদ 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর