৪ জুলাই, ২০২৪ ১৮:৫৯

বাংলাদেশ সুপ্রিম পার্টির নতুন মহাসচিব আব্দুল আজিজ সরকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম পার্টির নতুন মহাসচিব আব্দুল আজিজ সরকার

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নতুন মহাসচিব হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার। 

গতকাল বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্থায়ী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া অতিরিক্ত মহাসচিব মুফতি খাজা বাকি বিল্লাহকে সহ-সভাপতি করে সাবেক সিনিয়র এএসপি আবুল কালাম আজাদকে অতিরিক্ত মহাসচিব করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিএসপি’র চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। সভা পরিচালনা করেন বিএসপির ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার। 

এতে উপস্থিত ছিলেন বিএসপি জাতীয় স্থায়ী পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মো. মনির হোসেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, মো. শামসুল আলম বকুল, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. আসলাম হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মিরানা জাফরিন চৌধুরী, সীমা আক্তার, অ্যাডভোকেট শাহ আলম অভি।

এদিন, ঢাকা জেলার কমিটি ভেঙে দিয়ে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলার আহ্বায়ক কমিটি দেয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ তোহিদুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আলম অভি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোশারফ হোসেন মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ আফসার উদ্দিনকে করার সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন বিষয়ে চারটি উপকমিটি করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর