৮ জুলাই, ২০২৪ ১৬:৪২

যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল জব্দ, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল জব্দ, গ্রেফতার ১

একটি যাত্রাবাহী বাস থেকে ৩০৩ বোতল ফেনসিডিল জব্দ করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম মো. আশরাফুল আলম (২৭)।

বাসটিও জব্দ করা হয়েছে। র‍্যাব বলছে, আশরাফুল মাদক কারবারি। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার জয়মনিরহাটের ছোট খাটামারী গ্রামের মো. ইউসুব আলীর ছেলে।
সোমবার দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে রাজধানী ঢাকায় আসছেন কয়েকজন- খবর পেয়ে র‌্যাব-১০ এর আভিযানিক দল প্রস্তুতি নেয়। রবিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় মাদক বহনকারী বাসটি থামানোর জন্য দলটি সিগন্যাল দেয়।

বাসটি থামার সঙ্গে সঙ্গে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব একজনকে আটক করে। আরেকজন কৌশলে পালিয়ে যান। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দেখিয়ে দেন, বাসের পেছনে দুটি প্লাস্টিকের বস্তায় ফেনসিডিল রয়েছে। পরে র‍্যাবের দলটি ৩০৩ বোতল ফেনসিডিল জব্দ করে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর