১০ জুলাই, ২০২৪ ১৩:১১

আগারগাঁওয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

আগারগাঁওয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁওয়ে সড়কে অবস্থান করছেন।

বুধবার (১০ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়।
এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। ফলে অনেক যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী আগামীকাল (বুধবার) সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এ ব্লকেডের আওতায় থাকবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর