১১ জুলাই, ২০২৪ ১৫:২৩

কনসিটো ও অ্যাস্ট্রাম চুক্তি

অনলাইন ডেস্ক

কনসিটো ও অ্যাস্ট্রাম চুক্তি

যোগযাযোগ ও জনসংযোগ সেবা প্রদানের লক্ষ্যে ভারতের প্রথম সারির জনসংযোগ পরামর্শক প্রতিষ্ঠান অ্যাস্ট্রামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠান কনসিটোর। 

এর মাধ্যমে বাংলাদেশে অ্যাস্ট্রামের প্রধান সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে কনসিটো। একই সাথে স্থানীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক পিআর সহায়তা প্রদান করবে অ্যাস্ট্রাম। 

অ্যাস্ট্রামের ফাউন্ডিং ম্যানেজিং পার্টনার আশওয়ানি সিংলা বলেন, ‘কনসিটো-এর ও অ্যাস্ট্রাম-এর গবেষণাভিত্তিক কর্ম পদ্ধতির সমন্বয় আমাদের একটি শক্তিশালী মাত্রা দিয়েছে, যা এই দ্রুত উন্নয়নশীল অঞ্চলে ক্লায়েন্টদের ব্যবসার সফল অগ্রগতিতে সহায়তা প্রদান করবে। এটি আমাদের শ্রীলঙ্কায় অংশীদারিত্বমূলক চুক্তির অনুরূপ, যা এশিয়ার অর্থনৈতিক অগ্রগতিকে পুঁজি করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।’

কনসিটো-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মানজেনো রায়হান খান বলেন, ‘আমরা অ্যাস্ট্রাম-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত। গবেষণায় অ্যাস্ট্রাম-এর অনন্য দক্ষতা, বিশেষত বেসপোক স্টাডিজের মাধ্যমে তাদের 'উইনিং নলেজ' ধারণা, ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা প্রদানের ক্ষেত্রে কনসিটো-এর নিজস্ব স্টাইলের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। গবেষণাভিত্তিক ও বহুমুখী কৌশলগত যোগাযোগ বা জনসংযোগ সেবা প্রদানের ক্ষেত্রে এই চুক্তি আমাদের জন্য একটি শক্তিশালী ও নতুন দিগন্ত উন্মোচন করবে।’

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর