১৩ জুলাই, ২০২৪ ১৬:২৬

কোটা বহাল রাখার দাবি যশোরের মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক, যশোর

কোটা বহাল রাখার দাবি যশোরের মুক্তিযোদ্ধাদের

চলমান কোটা আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। শনিবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের উপঅধিনায়ক রবিউল আলম। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক কমান্ডার আবুল হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। 

মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, দেশে উন্নয়ন হয়েছে। তবে উন্নয়নের ক্ষেত্রে অসমতাও আছে। তাই অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে কোটার প্রয়োজনীয়তা এখনও রয়েছে। নেতৃবৃন্দ বলেন, কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে দেশের পতাকা এবং যারা দেশের জন্য যুদ্ধ করেছেন সেইসব মুক্তিযোদ্ধাদের যাতে অপমানিত করা না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকা উচিৎ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর