১৩ জুলাই, ২০২৪ ২৩:০০

আন্দোলনে বাধা দেয়ার ভিডিও করায় মারধরের ঘটনায় থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

আন্দোলনে বাধা দেয়ার ভিডিও করায় মারধরের ঘটনায় থানায় অভিযোগ

কুমিল্লায় কোটা আন্দোলনে বাধা দেয়ার ভিডিও করায় এক শিক্ষার্থীকে তুলে হলে নিয়ে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চারজনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। শুক্রবার (১৩ জুলাই) ঘটনার পর শনিবার সন্ধ্যায় কুমিল্লার কোতয়ালী থানায় এ অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীর বাবা আলী আসাদ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

নির্যাতনের শিকার শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। 

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করা হয়।

সূত্রমতে, কুমিল্লায় কোটা আন্দোলনে বাধা দেয়ার ভিডিও করায় এক শিক্ষার্থীকে তুলে হলে নিয়ে মারধর করে ছাত্রলীগের কলেজ পদপ্রত্যাশীরা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল হলে এ ঘটনা ঘটে। এবিষয়ে চারজনের নামে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তামিমের বাবা 
আলী আসাদ।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র হাবিব গাজী, মাস্টার্স সমাজকর্ম বিভাগের সফিউল্লাহ, স্নাতক ইংরেজি বিভাগের এইচ এম তানভীর, হিসাব বিজ্ঞান বিভাগেরর চতুর্থ বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন। এছাড়াও সহযোগীতায় ১২-১৬ জন জড়িত আছে।

কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, বিষয়টি আমি ঢাকা থাকতে জেনেছি। হলের প্রভোষ্টকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর