১৭ জুলাই, ২০২৪ ১৩:৩৬

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবি ও ঢাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার দৌলতপুর নতুন রাস্তা মোড়ে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সংঘর্ষ ও ভাঙচুরে আশঙ্কায় বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে শহরজুড়ে।

বুধবার বেলা ১১টার দিকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন রাস্তা মোড়ে জড়ো হয়। তারা সেখানে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ ‘মেধা না কোটা-কোটা কোটা’ ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকে।  এতে খুলনা-ফুলতলা, খুলনা-যশোর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট ছড়িয়ে পড়ে আশেপাশের অলিগলিতে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর