শিরোনাম
১৭ জুলাই, ২০২৪ ১৫:৪৪

হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নানি-নাতনি নিহত

নিজস্ব প্রতিবেদক

হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নানি-নাতনি নিহত

হানিফ ফ্লাইওভার

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলেয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার নাতনি মারুফ (১৮) মারা যায়। ‌ 

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক রশিদ আলী (২৭) শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারুফ।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

মৃত আলেয়ার মেয়ের জামাই রুবেল বলেন, রাতে তার শাশুড়ি নাতনি ও এক পুত্রকে নিয়ে মোটরসাইকেলে ডেমরার এক আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে মিরপুর ভাষানটেকের বাসা থেকে বের হন। পরে হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তিনজনকে উদ্ধার করে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

মৃত আলেয়া শরিয়তপুর গোসাইরহাট উপজেলার আজিজ কাজির কান্দি গ্রামের ওয়াদুদ হাওলাদারের মেয়ে। বর্তমানে ১নং বস্তি কুমিল্লা পট্টি ভাষানটেকে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামীর নাম মৃত মিয়া চান। মৃত মারুফের বাবার নাম কৃষক হাসান সরদার। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর গোসাইরহাট উপজেলায়। বর্তমানে ভাষানটেকে তার নানির সঙ্গে থাকতেন। সে দুই মাস পূর্বে গ্রাম থেকে ঢাকায় এসে টেকনিকেলের কাজ শিখছিলেন। ‌ ‌

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মাহমুদা রহমান বলেন, মৃতদেহ দু’টি পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ‌এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন। মোটরসাইকেলটি থানায় রয়েছে। মোটরসাইকেল চালক রশিদ আলী শ্যামলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‌

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর