২৪ জুলাই, ২০২৪ ১৩:৩৩

রাজধানীজুড়ে তীব্র যানজট

অনলাইন ডেস্ক

রাজধানীজুড়ে তীব্র যানজট

টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার সরকারি-বেসরকারি অফিস খুলতেই তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানী ঢাকা। সকাল থেকেই ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ ঢাকার বিভিন্ন রাস্তা প্রচণ্ড যানজটে স্থবির পড়েছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

কারফিউ শিথিলের সময়ে আজ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকছে।

কিন্তু যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন তার কোনও নিশ্চিয়তা নেই।

রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে সকাল ১০টা ৫ মিনিটের দিকে প্রাইভেট কারে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হন এক যাত্রী। বেলা সাড়ে ১১টার সময় তিনি কাজীপাড়ায় আটকে ছিলেন। স্বাভাবিক সময়ে এটুকু আসতে আধঘণ্টা সময় লাগে বলে গণমাধ্যমকে জানান ওই যাত্রী।

রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রাইভেট কারে বনানী যেতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আরেক যাত্রী। ফার্মগেটে যানজট দেখে গাড়ি তেজগাঁওয়ের ভেতর দিয়ে ঘুরে যেতেও অলিগলিতে যানজটে পড়েন তারা। মহাখালীতেও রয়েছে তীব্র যানজট।

সকাল সাড়ে নয়টার দিক থেকেই প্রচণ্ড যানজটের কবলে পড়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা। আশপাশের অলিগলিতেও যানজট রয়েছে।

বিডি প্রতিদিন/একেএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর