২৪ জুলাই, ২০২৪ ১৮:৫১

তাণ্ডবে রংপুরে ক্ষতি শতকোটি টাকার উপরে

ধ্বংসস্তুপের মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তাণ্ডবে রংপুরে ক্ষতি শতকোটি টাকার উপরে

কোটা আন্দোলনের নামে গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুইদিনে দুর্বৃত্তকারিদের তাণ্ডবে রংপুর নগরী ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। ধ্বংসস্তুপের মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রংপুরের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো। হামলায় ক্ষয়ক্ষতির পরিমান শত কোটি টাকার উপরে। তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে।  গ্রেফতার হয়েছে শতাধিক ব্যক্তি।  

দুর্বৃত্তদের তাণ্ডবে নগরীর তাজহাট থানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।  এখানে কমপক্ষে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করেছেন। আসামি করা হয়েছে কয়েক হাজারজনকে।  এছাড়া নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত ডিবি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অফিসে কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আসবাবপত্র, কম্পিউটারসহ বিভিন্ন গুরুপূর্ণ সামগ্রী ভাঙচুর করা হয়।  সিটি করপোরেমনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা অফিস, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, সমবায় মার্কেট, বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনায় পৃথক-পৃথকভাবে এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে। গতকাল থেকে কারফিউ শিথিল হওয়ায় নগরীতে প্রাণ চাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।  তবে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর