২৯ জুলাই, ২০২৪ ২০:০৫

শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে আনতে সরকারকে সহযোগিতা করব : মেয়র আতিক

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে আনতে সরকারকে সহযোগিতা করব : মেয়র আতিক

কথা বলছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম

কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও বিষাদগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনে আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ সোমবার ডিএনসিসির সম্মেলন কক্ষে আয়োজিত ডিএনসিসি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর উপাচার্য ও অধ্যক্ষদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ‌‘কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি কীভাবে আবার সুন্দর করে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনযাপনে আসতে পারে, সেই বিষয়ে আমরা (ডিএনসিসি) সরকারকে সহযোগিতা করব। এরই অংশ হিসেবে আমরা আজকে ডিএনসিসি এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে সভা করেছি। এটা আমাদের প্রথম সভা। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে আরো সভা করব।’

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর