২ আগস্ট, ২০২৪ ১৬:১০

গণমিছিল শেষে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

গণমিছিল শেষে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার জুমার নামাজের পর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা গেছে, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেখানে সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা। মিছিলটি ২টা ৪০ মিনিটে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে আসে। তারা সমস্বরে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

এদিকে, সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। তবে আন্দোলনকারীদের বাধা দিতে দেখা যায়নি তাদের।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর