৩ আগস্ট, ২০২৪ ১৪:০২

মতিঝিলে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

মতিঝিলে শিক্ষার্থীদের বিক্ষোভ

চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। সারা দেশের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে এবার রাজপথে নামল মতিঝিল সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হয়েছেন শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছেন অভিভাবক ও সাধারণ জনগণ।

উপস্থিত সবাই ৯ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দিয়েছেন। তারা বলছেন, কতো চলবে আর মৃত্যুর খেলা, থামাতে হবে সব। ঘরে বসে থাকার আর সময় নেই রাজপথে নামতে হবে সত্য প্রতিষ্ঠার জন্য।

তারা আরও বলেছেন, এভাবে দেশ চলতে থাকলে তাদের জান-মালের নিরাপত্তা থাকবে এবং সকল কিছু ধাবিত হবে পুরো দেশকে অচল করতে। ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর