৪ আগস্ট, ২০২৪ ১১:৫১

পোস্তগোলায় মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

পোস্তগোলায় মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকার পদত্যাগের এক-দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানীসহ সারাদেশ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নিচ্ছে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণ। 

রবিবার সকালে রাজধানীর পোস্তগোলায় মাদরাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

আন্দোলনকারীরা বলছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে। এই সরকারের পতন করেই আমরা ঘরে ফিরব। 

এদিকে, রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেন বিক্ষোভকারীরা। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।

পরে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকে যান। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল।
এ সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইট পাটকেল ছুড়ছিলেন।

মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। আরও বলা হয়, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।”

এ সময় শাহবাগ এলাকায় কোনও পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর