৪ আগস্ট, ২০২৪ ১২:৪৫

খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবির সমর্থনে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। তারা শিববাড়ি মোড়ের খুলনা-যশোর রোড, কেডিএ এভিনিউ, মজিদ সরণি রোডসহ আশেপাশে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। এর আগে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে শিববাড়ি মোড়ে জমায়েতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে গল্লামারী, বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে উপস্থিত হয়। তারা এক দফা দাবির সমর্থনে স্লোগান দিতে থাকে।

তবে কর্মসূচি চলাকালে সড়কের কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায়নি। শিববাড়ি মোড়ের অদূরে টাইগার গার্ডেন হোটেলের সামনে বিজিবি’র একটি টিমকে অবস্থান নিতে দেখা যায়। 

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর, বাংলাদেশ ব্যাংক ও খুলনা সদর থানার গেটে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের একত্রিত থাকতে বলা হয়েছে। 

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়েছে খুলনার সড়কে। শুধু রিকশা-ইজিবাইক ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করছে না। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর