৫ আগস্ট, ২০২৪ ১০:১৭

শনির আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

শনির আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে রাজধানীর আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের আন্দোলনে যোগ দিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার পর থেকেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা। তবে এসময় ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি। 

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ, বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃত্যুর খবরের পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সরকার।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর